হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত দিনমুজুর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত দিনমুজুর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মো. বিল্লাল শেখ (৪৮) নামে এক হতদরিদ্র দিনমুজুর ২৩দিন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ে মারা গেছেন।

সোমবার (১০ ফেব্রয়ারী) সকাল ৭টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এদিন দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের ময়না তদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত বিল্লাল জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের মরহুম মহার আলী শেখ এর পুত্র।

নিহত বিল্লাল শেখের ভাই মো: হালিম শেখ জানান, গত ২১ জানুয়ারী সকালে তার ভাই মো: বিল্লাল শেখ এর সাথে বসতবাড়ির জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মো: বিল্লাল শেখের উপর হামলা চালাই। এতে বিল্লাল শেখ গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন মুমুর্য অবস্থায় তাকে উদ্ধার করে খুমেকে নিয়ে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ২৩দিন আইসিউতে মুত্যুর সাথে পাঞ্জা লড়ে আবশেষে সোমবার সকালে মূত্যুর কোলে ঢোলে পড়েন। প্রতিপক্ষের হামলায় বিল্লাল শেখ আহত হওয়ার পর ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, আহত বিল্লাল শেখ মারা যাওয়ার খবর শুনেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন