হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে ৬ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন পথচারী নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী কেরামত আলী (৮৫) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা। অপরদিকে এদিন সন্ধ্যায় নিহত অপর পথচারী অজ্ঞাত (৫০) নারী। ওই নারী মানসিক ভারসম্যহীন হতে পারে বলে মনে করছেন হাইওয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যাক্ষদর্শী ও উদ্ধারকারী জিহাদুল ইসলাম রানা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের শিউলী ফিলিং স্টেশনের সামনে থেকে পথচারী কেরামত আলী রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

এতে ওই বৃদ্ধ রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের বনফুল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময়ে একটি দ্রæতগামী মটরসাইকেল অজ্ঞাত পথচারী এক নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তারা এসে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান রাসেল বলেন, “দুপুর ১টা ২০ মিনিটে একবৃদ্ধ ও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে নারীকে মৃত অবস্থায় এবং পুরুষ বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। তাকে উন্নত চিকিসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনিও বিকালে মারা গেছেন বলে শুনেছি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, “নিহত নারী মানসিক ভারসম্যহীন মনে হচ্ছে। অপর নিহত ব্যক্তির বিষয়ে তিনি শুনেছেন। কিন্তু তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে চলে যাওয়ায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন