হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নিখোঁজ হওয়া ভ্যান চালকের এখনও সন্ধান মেলেনি

ফকিরহাটে নিখোঁজ হওয়া ভ্যান চালকের এখনও সন্ধান মেলেনি

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের ভ্যান চালক শেখ জিয়াউর রহমান জিয়ার এখনও সন্ধান না পওয়ায় চিন্তি হয়ে পড়েছেন তার পরিবার। এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী মোসা: রজিনা বেগম ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

যার নং-৯০৫, তারিখ-২৬/১২/২০২০ইং। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত ২৫ ডিসেম্বর সকালে ছোট বাহিরদিয়া গ্রামের গোলাপ শেখের পুত্র ভ্যানচালক জিয়াউর রহমান বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হবার পর আর বাড়ীতে ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। সকলের নিকট নিখেঁজের পরিবার মানবিক আবেদন করেছেন যদি কোনো সুহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে০১৭১৫৪৮৮৮২৯, ০১৭১৬৭৭৮৬৮৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন