হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে দোকান ঘরের উপর ঝুকিপূর্ণ শিরিশগাছ, দুর্ঘটনার আশংকা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে সরকারি জায়গার উপরে একটি শিরিশ গাছ অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। এটি যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করছেন উক্ত স্থানের দোকানদার ও পথচারীরা। দ্রুত অপসারণের দাবী জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলা মোড়ে অবস্থিত শিরিশ গাছটির বষয় ১০০বছরের উপরে। কয়েকদিন আগে গাছের ডালের একটি খন্ড পড়ে একটি মটরসসাইকেল ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া মাঝে মধ্যে বিভিন্ন অংশ থেকে মোটা ডালের খন্ড ভেঙ্গে পড়ে দোকানের উপর। ওই গাছের নীচে জুড়ে প্রায় ১০দোকান রয়েছে।

দোকানদার মিলন খান জানান, কিছুদিন আগে বৈদুতিক তারের সর্ট সার্কিটের কারনে উক্ত গাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যে কারনে গাছটি আরো দুর্বল হয়ে ঝুকিপূর্ন হয়ে পড়েছে।

বাচ্চু মোড়ল জানান, সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিমের অফিসেন বসে থাকা অবস্থায় ডালের বড় একটি খন্ড পাশের দোকানের টিনের চালের উপর পড়ে। মুতুর্তের মধ্যে ওই স্থানের লোজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইটুল ইসলাম জানান, উপজেলার মোড়ের উপর ওই গাছটি অত্যান্ত ঝুকির মধ্যে রয়েছে। যে কোন মুহুর্তে ভেঙ্গে বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে। এই মোড় এলাকা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকে। অবিলম্বে গাছটি অপসারনের প্রয়োজন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ঢারম্যান মো. রেজাউল করিম ফকির বলেন গাছটির নিচে বৈদ্যুতিক একটি খুটি সহকয়েকটি দোকান আছে। যার কারণে এটি অপসারণ করা অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নির্মল কুমার দত্ত বলেন, ওই গাছটি জেলা পরিষদের। ঝুকিপূর্ন গাছের অপসারনের জন্য তাদেরকে অবগত করা হয়েছে। আমি যতটা জানি গাছটি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করার প্রচেষ্টা চলছে। আশা করি খুব শীঘ্রই সেটি হয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন