ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী তামান্না খাতুন (১৬), ১৯ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে মারা গেছে। সে কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।
এদিন সকালে বেশী অসুস্থ, হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিমকুমার সমাদ্দার বলেন, করোনা উপসর্গ না থাকলেও যেহেতু জ্বর ছিল তাই তার করোনা পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করা হয়েছে।
তার এই অকাল মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসছে। তামান্না মানসা গ্রামের মো: মিলনের কন্যা।
s