হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাটে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-ননওয়াপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাইকসার গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে ইকবাল হোসেন (৫৫) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চক রামপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকায় বসবাস করে আসছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া মোড় বাগেরহাট-খুলনা মহাসড়কের উত্তর পাশে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল তাৎক্ষনিক সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের দুজনের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট তিন কেজি গাঁজা উদ্ধার করেন। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুর রউফ বাদি হয়ে গ্রেপ্তারদ্বয়দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন