হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ডাচ্-বাংলা ব্যাংকের এবি শাখায় কেক কাটা অনুষ্ঠান

ফকিরহাটে ডাচ্-বাংলা ব্যাংকের এবি শাখায় কেক কাটা অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ডাচ্-বাংলা ব্যাংক (পিএলসি) এর এবি শাখা বেষ্ট অফ পারফরমেন্সের জন্য সেলিব্রেটি অনুষ্ঠানের আয়োজন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ব্যাংকের ফকিরহাট এবি শাখা কার্যালয়ে কেক কেটে সেলিব্রেটি অনুষ্ঠান পালন করা হয়।
এসময় ডাচ্-বাংলা ব্যাংক (পিএলসি) এর বাগেরহাট এরিয়া ম্যানেজার শেখ মারুফ হোসেন, জুনিয়র এরিয়া ম্যানেজার রিজবি আহম্মেদ, ফকিরহাট এবি শাখার ইনচার্জ এস এম মহসিন, টেলার আলিফ শিথিল, অফিস সহকারী সুমাইয়া খানম বৃষ্টিসহ বিভিন্ন গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইনচার্জ এস এম মহসিন জানান, ফকিরহাট এবি শাখায় সর্বোচ্চ লেনদেন, ডিপোজিট ও ডেভিট কার্ড দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া এবি শাখার কাজের অগ্রগতির জন্য আমাকে ও টেলার আলিফ শিথিলকে অ্যাওয়ার্ড প্রদান করেন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন