ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ শ্রী শ্রী মদন মোহন মন্দির প্রাঙ্গনে শুক্রবার দিনব্যাপি পর্থিব শান্তি কামনায় শ্রী শ্রী সপ্তশতী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গীতাযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার অমিয় মূখাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি ও মানসা কালী মন্দিরের সাধারন সম্পাদক বাবলু আশ।
হরবিলাশ মালী ও কাষ্টমস কর্মকর্তা অরবিন্দ মালীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রভাষক অনির্বান রায়, শিক্ষক অজামিল ঢালী, নিত্যরঞ্জন রায়, শিমুল বালা নিতিশ ঢালসিুসংকর তরফদার সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিকভাবে সহযোগিতা করেন ডহরমৌভোগ (উত্তরপাড়া) মদন মোহন মন্দির কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, একনাম সংকীর্তন, জপ ও গীতামাহাত্ম্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
