ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডহরমৌভোগ উদয়ন সংঘের আয়োজনে ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দিনব্যাপী গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য নকশী কাঁথা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চোঁখ বেধে হাস ধরা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ২৫টি হাতের কাজ করা বিভিন্ন স্টল বসেছে।
এই প্রদর্শনীতে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী, নানা বয়স ও শ্রেনী পেশার মানুষ সহ দর্শনার্থীদের ভীড়ে মূখরিত হয়ে উঠে প্রদর্শনীর মাঠ। এদিন সন্ধ্যায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক অনিল কৃষ্ণ রায়।
শিক্ষক অজামিল ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আ: কুদ্দুস (বড়মিয়া) কাষ্টম ইন্সপেক্টর অরবিন্দ মালী, কুয়েটের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার (আইআইসিটি) শিমুল বালা, প্রভাষক অনির্বান রায়, প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, শিক্ষক প্রহলাদ হীরা, প্রেমানন্দ অধিকারী, মহেন হীরা, সংগ্রাম তরফদার, পুলিশ বিশ্বাস, গৌরঙ্গ বিশ্বাস প্রমূখ।
s