হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল

ফকিরহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে একতরফাভাবে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি সেখ আবুল আলা মাসুম, ফকিরহাট শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তফিজুর রহমান, সহকারী সেক্রেটারি সেখ সুমন হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মোফাজ্জল হায়দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগীয় সহকারী সেক্রেটারী হাফেজ আব্দুস সামাদ, সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ উপস্থিত হয়ে কর্মসূচিতে একত্বতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় প্রায় ৫১ হাজার নিহত ১ লাখ ১৫ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। যুদ্ধের সকল নীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী হাসপাতাল, স্কুল ও বেসামরিক স্থাপনা গুড়িয়ে দিচ্ছে এবং খাবার ও ওষুধ সরবরাহের পথ বন্ধ রেখেছে। পশ্চিমা বিশ্বের একচাটিয়া সহযোগীতায় ইসরায়েলের এ নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন