ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে তুলে ধরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো.আল-আমিন।
ওয়াশ কর্মসুচির সংগঠক প্রদীপ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র প্রমূখ।
এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়াশ কর্মসূচির নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
