ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে প্রেজেন্টেশেন উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী প্রমূখ।
এসময় ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার মো: আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ ফারুক হোসেন, সদর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।