হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ফকিরহাটে চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মূলঘরের গোদাড়া চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ৬৫তম গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষেরা আনন্দে মেঠে উঠে। দর্শনার্থীদের অংশগ্রহনে মুখরিত হয়ে উঠে চিত্রা নদী এলাকা। উৎসবকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলাও।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ৮টি নৌকা অংশগ্রহন করে। এই নৌকা বাইচ এর আয়োজন করেন কলকলিয়া ত্রিপল্লী মাঝি মিলন সংঘ।

কয়েকজন দর্শনার্থী জানান, তারা পরিবার নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছেন। প্রতিবছর এই দিনে এখানে নৌকা বাইচ দেখতে আসেন। নৌকা বাইচ দেখে তারা অনেক মুগ্ধ।

আয়োজন কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার, সাধারন সম্পাদক পিযুষ সরকার ও মহাদেব বিশ্বাস বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই নৌকা বাইচ এর আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে আশপাশের অঞ্চল থেকে হাজারো মানুষের উপস্থিতি ঘটে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মো: ইফতেখারুল আহম্মেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মো. মাসুদুর রহমান, খান আরিফুজ্জামান পিন্টু, সুব্রত গোলদার, নিরুপম মজুমদার প্রমূখ। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন