হোম বিনোদন ফকিরহাটে চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান  হস্তান্তর  

ফকিরহাটে চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান  হস্তান্তর  

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
ফকিরহাট প্রতিনিধি:
ফকিরহাট উপজেলার মুলঘর সরকারি স্কুল সংলগ্ন লাইব্রেরী প্রাঙ্গনে ২৭ ই ফেব্রয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় আট্টাকী গ্রামের রকি খার পুত্র আমির হামজার ব্রেন টিউমার অপারেশন করার জন্য  ফকিরহাট কমিউনিটি ইন সাউথ কোরিয়া এর অর্থায়নে চিকিৎসা সহায়তা বাবদ আমির হামজার পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা  অনুদান  হস্তান্তর  করা হয়েছে।
এসময়  উপস্থিত ছিলেন, Fakirhat Community In South Korea এর সভাপতি সাদিকুজ্জামান চৌধুরী পলাশ
সহ প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট এর পক্ষ থেকে জাকিরুল ইসলাম, আসাদুজ্জামান হিরক, সৈয়দ বাবর আলী, খান মহিদুল ইসলাম মিন্টু, হিরক মুখার্জি,  সরদার রহমত আলী, শেখ ওহিদুল ইসলাম মিলন প্রমূখ।
সাদিকুজ্জামান চৌধুরী পলাশ এ প্রতিবেদককে জানান – আমার যারা দক্ষিণ কোরিয়াতে থাকি  দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট এর মাধ্যমে শিক্ষা খেলাধুলা শীতবস্ত্র বিতরণ সহ ফকিরহাটে গুরুত্বর অসুস্থ ব্যক্তির খবর পাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি মাত্র । আমাদের এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আমরা প্রবাসী যারা থাকি পরিবার দেশে রেখে দিন-রাত পরিশ্রম করে থাকি। আমরা সম্মিলিত ভাবে যদি কারো উপকার করতে পারি এবং পাশে দাড়াতে পারি এতটুকু চাওয়া আমাদের ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন