ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে করোনা সহিষ্ণু খাদ্যাভ্যাস গঠনে পরবর্তীত চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শেষে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা ও বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে রোববার দিনব্যাপি এই কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
কোর্স সমন্বয়কারি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় এসময় ইউডিএফ নুরজাহান খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমাার মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তা ও ৬০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এসময় এসব কৃষকদের মাঝে আমড়া, আম, মালটা, কাগজি লেবু (সিডলেজ), সজিনার গাছের চারা এবং লাউ, পেঁপে, ঢেড়শ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাল শাক ও পুইশাকের বীজ বিতরণ করা হয়।
