হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

ফকিরহাটে কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২০-২০২১অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় ব্রি-ধান-৭৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় টাউন নওয়াপাড়ার চামারিয়া শ্বশ্মানকালী মন্দির মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন আধুনীক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মোঃ মোয়াজ্জেম হোসেন।

বাগেরহাট খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যায়ন অফিসার অমিতাভ কুমার মন্ডল, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ জাহাংগীর হোসেন, প্রকল্পের মনিটরিং অফিসার সানিউর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা সহ কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন