হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কৃষকদের সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে খরিফ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১২ এপ্রিল (সোমবার) দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে এদিন ১৭০জন কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও ৪টি ধানকাটা ম্যাশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন