হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কামটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার কামটা খানজাহানীয়া সমাজ কল্যান সংঘের আয়োজনে দিবারাত্রি ৮দলীয় শর্টপিচ টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ শুক্রবার রাত ১১টায় কামটা দীঘিরপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মোল্লাহাট ২উইকেটে ৫৪রান করে চ্যাম্পিয়ন হয়েছে।

রানার্সআপ দল মৌভোগ ৬উইকেটে ৫০রান করে। খেলা পরিচালনা করেন মো: বোরহান উদ্দিন ও হাফিজুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতলন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন।

এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আবুল হোসেন। কামটা খানজাহানীয়া সমাজ কল্যান সংঘের মুস্তাইন বিল্লাহ মাজেদের পরিচালনায় এসময় অণ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিশুক, মাদ্রাসার সভাপতি মো: মিজানুর রহমান, সাধারন সম্পাদক মাও: আ: সাত্তার, মুহতামিম হাফেজ মো: ইকরাম হোসেন, মনোয়ার হাসান শুভ্র, মোহম্মদ শেখ, মো: আসিফ আহম্মেদ, মো: নাঈম শেখ প্রমূখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন