হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনাকালে স্কুল বন্দ থাকায় শিক্ষকের সবজি চাষ

ফকিরহাটে করোনাকালে স্কুল বন্দ থাকায় শিক্ষকের সবজি চাষ

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজামিল ঢালী করোনাকালে স্কুল বন্দ থাকায় নিজ উদ্যোগেতার মৎস্য ঘেরে পতিত জমিতে চাষ করেছে চোখ জুড়ানো সবজি ক্ষেত। তিনি সিম, ওলকপি, বাধাকপি, কুমড়া, লাউ, চালকুমড়া, উচ্ছে, পেপে, বেগুন, পুইশাক, ঝিংগা ও মরিচসহ ১২ প্রকারের সবজি চাষ করেছে। ঘেরের পাড় যেন সবুজ শাক সবজির ক্ষেতে পরিণত হয়েছে। যা দেখলে দু’ চোখ জুড়িয়ে যায়।

এ ব্যাপারে ডহরমৌভোগ গ্রামের বাসিন্দা শিক্ষক অজামিল ঢালীর সাথে আলাপকালে তিনি বলেন, মহামারি করোনা ভাইরাসের আতঙ্ক স্কুল বন্দ থাকলেও চলে অনলাইন ক্লাস। এর পাশাপাশি অবসর সময়ে অলস বসে না থেকে ঘেরের পাড়ে পতিত জমিতে কৃষিকাজ করার সিদ্ধান্ত গ্রহন করি। প্রথম দিকে একটু ঝামেলা মনে হলেও পরে বিভিন্ন প্রকারের ও চারা ঘেরের পাড়ে জমিতে লাগাই। যা ইতোমধ্যে এসব বীজ থেকে চারা গজিয়ে তা বড়ো হয়েছে। এখন এসব শাকসবজির পরিচর্যা করেই সময় কাটছে আমার। তিনি আরও বলেন এখন আর বাজার থেকে সবজি কিনতে হয় না। এমনকি অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ কিছু টাকা আয় করে পরিবারের কাজে লাগাতে পারছি। করোনাকালে স্কুল বন্দ হওয়ার পর মাত্র ৫হাজার টাকা ব্যয় করে সবজি চাষে এ পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫হাজার টাকার সবজি বিক্রি করেছি বাজারে। প্রয়োজন শুধু একটু ইচ্ছা আর যতেœর, তাহলে শুধু ঘেরের পাড় নয় বাড়ির আঙ্গিনাসহ যেকোন পতিত জমিতেই সম্ভব ভাল সবজি উৎপাদ করা সম্বব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন