হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফকিরহাটে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাটাখালী মোড় এলাকায় উপজেলার প্রশাসন চেকপোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্টেট রহিমা সুলতানা বুশরা।

অন্য জেলা থেকে সাধারণ জনগণের প্রবেশ বন্দে, অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া সহ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, মুখে মাক্স পরিহিত আছে কিনা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ, পেশকার শেখ রুস্তুম হোসেন, প্রোসেসম্যান উজ্জ্বল চক্রবর্তী সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন