হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনা আক্রান্তদের পুষ্টিকর খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

ফকিরহাটে করোনা আক্রান্তদের পুষ্টিকর খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
করোনা আক্রান্ত ব্যক্তির জন্য প্রধানমন্ত্রীর উপহার সরুপ বাগেরহাটের ফকিরহাটে বাড়ী বাড়ী পৌছে দিচ্ছেন পুষ্টিকর খাদ্য সামগ্রী। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে ফকিরহাট, বাহিরদিয়া, বেতাগা সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এদিন পুষ্টিকর খাদ্য বিতরনের পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরন করেছেন তাদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

পুষ্টিকর খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন, ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন