হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এক বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা এলাকায় রাতের আধারে একটি বাড়ীর বিভিন্ন স্থানে কে বা কাহারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে বাড়ীর মালিক হালিমা বেগম বাড়ীতে একা থাকার সুবাদে আতংকে রয়েছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এলাকার এক বখাটে ও মাদকসেবী যুবক মোদাচ্ছের মুন্সীর কন্যা হালিমা বেগমের বাড়ীর টিউবওয়েল ঘর সহ বসতঘরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। আগুনে একটি কাচাঘর সহ পেয়ারা ও আমগাছের ক্ষতি হয়েছে।

এছাড়া উক্ত যুবক ঘটনার রাতে অসহায় ওই নারীর ঘরের দরজা ভাঙ্গার চেষ্টার করে। স্থানীয়রা টের পেয়ে ওই বাড়ীতে চুঠেআসলে পালিয়ে যায়।

খবর পেয়ে মডেল থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হালিমা বেগম নিজ বাদী হয়ে স্থানীয় পলাশ খানের নাম উল্লেখ করে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন