ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় একটি মেলায় এক নারীকে উত্যোক্ত করার প্রতিবাদ করায় তিন যুবককে ছুরিকাঘাত করেছে কয়েকজন যুবক। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে আটক করেছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মূলঘর ইউনিয়নের ফলতিতা পশ্চিমপাড়া শীব মন্দিরের বার্ষিক চিনি উৎসব উপলক্ষে একটি মাঠে মেলার আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই মেলার মাঠে এক নারীকে কিছু বখাটে যুবক নানাভাবে উত্যোক্ত করতে খাকে। এসময় স্থানীয় কয়েকজন যুবক তাদের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে যুবকরা স্থানীয় যুবকদের উপর হামলা করে। এসময় তারা তিনজনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতরা হলেন ফলতিতা গ্রামের কিশোর সরকারের ছেলে দুর্জয় সরকার (১৯), রবিন সরকারের ছেলে টিটুন সরকার (২০) ও লিটন সরকার (২২)।
এদিকে ঘটনার পরেই এলাকাবাসী হামলাকারীদের মধ্যে তিনজনকে আটক করে। পরে তাদেরকে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করেন।
আটককৃতরা হলো, তেরখাদা এলাকার রঞ্জন বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাস (১৯), মিহির মাধ্যমের ছেলে মিঠুন মাধ্যম (২৬) ও একই এলাকার মৃত অমর মাধ্যমের ছেলে রবিন মাধ্যম (১৮)। তারা তেরখাদা থেকে উক্ত মেলা দেখতে আসে।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার জানান, মেলা দেখতে আসা কিছু যুবক এক নারীকে উত্যোক্ত করে। এর প্রতিবাদ করায় তিনজনকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এলাকাবাসীর সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশের নিকট সোর্পর্দ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পুরিদর্শক (এসআই) মাহফুজার রহমান জানান, উক্ত ঘটনার রাতেই ফলতিতা গ্রামের কালীপদ সরকারের পুত্র কিশোর সরকার নিজ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ্য সহ অঞ্জাতনামা আরো ২/৩জনকে আসামী করে একটি মামলা করেন। তিনি বলেন ঘটনা সাথে জড়িত তিন জনকে আটক করা হয়েছে।
ফকিরহট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।
