ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবার উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে ৯০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলার ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এইচএসসি কারিগরি ও আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে কাজি আজহার আলি কলেজ কেন্দ্রে ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়া সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ১৯৮ জন ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্র ও আলহেরা দাখিল মাদ্রাসা ভেন্যু মিলে ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তবে সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্রে ২জন ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে ১জন সহ মোট ৩জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান জানান, প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি জানান তিনি।