ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টায় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এতে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। অনুষ্ঠান স ালনা করেন শিক্ষক খায়রুল বাসার জুয়েল।
এসময় বিদ্যোৎসাহী সদস্য শেখ কামরুজ্জামান, এসএমসির সদস্য শেখ আরিফুল হক, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামূল হক, তানিয়া বেগম, শিক্ষক গনেশ চন্দ্র গাইন, শেখ শহীদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর প্রাথমিক বিদ্যালয়ের ১০৩০৪জন শিক্ষার্থীরা ৬৪৫২৪টি বই, মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭৫০জন শিক্ষার্থীরা ১লক্ষ ৩৮হাজার ৭৮০টি বই ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬০০জন শিক্ষার্থীদের ৪৭১৬০টি নতুন বই পাচ্ছেন।