হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবা ট্যাবলেটসহ পবিত্র সাহা (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কাঠালিডাঙ্গা এলাকার শক্তিপদ সাহার ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী পবিত্র সসাহাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। তার বিরুদ্ধে থানায় আরো একটি মাদক মামলা আছে বলে এ কর্মকর্তা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন