ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহটের ফকিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টটায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট থানা সভাপতি মাওলানা ইমরান বিন লুৎফর। অনুষ্ঠানে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা আল আমিন।
এসময় বক্তারা, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনা সভা ও পতাকা মিছিলে ফকিরহাট উপজেলার সকল ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
