হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ইজিবাইক চুরি করার সময় চক্রের একজন সদস্য আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট ডাকবাংলা মোড় এলাকা থেকে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাসেল খান (২৮) নামের চোর চক্রের এক সদস্যকে জনতা হাতে-নাতে ধৃত করে। পরে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয় তাকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ডাকবাংলা মোড় এলাকায় লিয়াকত শেখ তার ইজিবাইকটি রাখেন। কিছুসময় পর তার ইজিবাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে সে ধৃত হয়।

এ ঘটনায় ইজিবাইক চালক লিয়াকত শেখ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে একাধিক ইজিবাইক ও মটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন