ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নার্স দিবস-২০২২ পালন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় র্যালি ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মেডিকেল অফিসার ডা. শিশির কুমার বসু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, নার্স সুপারভাইজার কবিতা রানী রায়, কমলা বসু, নার্স নাসিরিন জাহান, ফরিদা আক্তার, জান্নাতুন মুর্শিদ, জয়শ্রী নন্দী, শুক্লা মজুমদার, গীতা রানী চক্রবর্তী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপি ১২ মে আর্ন্তজাতিক নার্স দিবস পালন করে থাকে। এই অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সের আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।