হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক আব্দুস সাত্তার, কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক “বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের” ব্যবস্থাপনা পরিচালক শেখ হেমায়েত উদ্দিন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন