হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত পুরস্কার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় অসংখ্য ভলিবল প্রেমী দর্শকের উপস্থিতি ঘটে। এদিন বিকালে ফকিরহাট ইউনিয়ন মধ্যকার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০পয়েন্টে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত ও জাহিদুল ইসলাম টুকু। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজী মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, আওয়ামী লীগ নেতা ফকির কওসার আলী, প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, আট্টকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, আট্টাকা স্পোটিং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইবারাত আলী, সাজ্জাদ হোসেন সাজু, লিপন বিশ্বাস। শেষে উৎসব মূখর পরিবেশে ফানুস উড়ানো হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন