ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ রোববার (২০ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দক্ষ আসনার সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান।
প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,। ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভঁ‚ইয়া, মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল। অনুষ্ঠানে ৫জন দক্ষ আনসার সদস্যকে বাইসাইকেল ও ১০জনকে ছাতা প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন কর্মকর্তা ও আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
