হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে এলজি,এসপি-৩ প্রকল্পের আওতায় সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন, খাতে বরাদ্দকৃত অর্থ দ্বারা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সেলাই প্রশিক্ষত দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূলে, সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে।

৮ডিসেম্বর বেলা ১১টায় উক্ত ইউনিয়ন পরিষদ, চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

এতে সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির ও বাগেরহাট এলজিএসপি-৩ এর ডিএফ পার্থ প্রতিম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো: হাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: সোহেল রানা। এসময় ইউপি শেখ লিয়াকত আলী, ঢালী আ: খালেক, মো: রফিকুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, কোহিনুর বেগম সহ, বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭টি সেলাই মেশিন ও ২৭৫টি কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন