হোম ফিচার ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ইউএনও

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি মনোনিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ে উপস্থিত সর্বসম্মতিক্রমে তাকে বিদ্যালয়ের সভাপতি মনোনিত করা হয়।

উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ইউএনও সানজিদা বেগম ছাড়াও এসএমসি নির্বাচনের প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনে অভিভাবকদের ভোটে বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন শেখ আরিফুল হাসান, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামুল হক ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে তানিয়া বেগম।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন গনেশ চন্দ্র গাইন, শেখ শহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে সৈয়দা ফাতেমা আফরোজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন