হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট বাজার কাপুড়িয়া পট্টি গন্ধেস্বরী মান্দিরের উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট বাজার কাপুড়িয়া পট্টি গন্ধেস্বরী মায়ের মান্দিরে শনিবার রাত ১০টায় স্বল্প পরিসরে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন চক্রবর্তী, সাধারন সম্পাদক মিন্টু কুন্ডু, সহ-সাধারন সম্পাদক কার্তিক দত্ত, কোষাদক্ষ্য অমিও সাহা, সাংগঠনিক সম্পাদক আনন্দ দে সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ ও ফকিরহাট সনাতন জাগরনী সংঘের’ সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন