ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক ও শ্রম বিষয়ক সম্পাদক মো. মজনেয়ার শেখ। স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন।
ইউপি সচিব শেখ মো. দাউদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক শেখ আ. গফফার, ইউপি সদস্য সন্ধ্যা নারী মন্ডল প্রমূখ। এসময় ইউপি সদস্য শেখ আজগর আলী, মো. হান্নান শাহ, মৃদুল সরদার, নিতিশ ঢালী, গোলাম আজম জনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।