হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত রূপসার ঘাটভোগ ইউনিয়নের কচাতলা বাজারে বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসময় বিনামূল্যে ডায়াবেটিস, রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়। এদিন, ৪শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ স্বাস্থ্য ক্যাম্পে আাসেন। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সবাইকে চিকিৎসা সেবা দেন অভিজ্ঞ ডা. মো. শাহরিয়ার শামীম এবং ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ হাসপাতালটির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন