হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কৃষি অফিসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফকিরহাট কৃষি অফিসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২০-২০২১অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রর্দশীর লতিরাজ কচুর উপর মাঠ দিবস সোমবার বিকাল ৪টায় লখপুরের ফারাজী বাড়ির মোড়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনাঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিফুল কবির, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাহাংগীর হোসেন।

উপ-সহকারী কৃষি অফিসার বিপ্লব কুমার দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির ও কৃষক মোঃ ফেরদাউস হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাজির আহম্মেদ, অভিজিৎ গাউন, প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, বিপুল পাল ও দেবদাশ বালা সহ অর্ধশতাধিক কৃষক। এর আগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা ফেরদাউস হোসেন এর লতিরাজ কচুর ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন