হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কাঠালতলা কুরআনের পাখিদের মাঝে কম্বল বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

চলো বন্ধু বদলে যাই মানোবতার বিশ্ব চাই এই স্লোগানকে সামনে রেখে ১৩ জানুয়ারী বুধবার বেলা ১১ টাই সেভ দ্য টুমরো খুলনা শাখার সার্বিক আয়োজনে ও সৈয়দ আমিনুল ইসলাম, ফাউন্ডেশন এর অর্থায়নে ফকিরহাট, কাঠালতলায় মরহুম শেখ মকবুল হোসেন, হাফেজিয়া মাদ্রাসার কুরআনের পাখিদের মাঝে ২য় পর্যায়ে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, মাদরাসার সার্বিক তত্বাবধায়ক ও উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান , সেভ দ্য টুমরো খুলনা শাখার সভাপতি সৈয়দ অনুজ, ত্রান বিষয়ক সম্পাদক লিখন সাহা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ স্থানিয় সাংবাদিক সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সেভ দ্য টুমরো খুলনা শাখার সভাপতি সৈয়দ অনুজ বলেন, সমগ্র বাংলাদেশের সকল আর্থিক সচ্ছল ব্যক্তিদের অসহায় ও পথশিশুদের সামার্থ অনুযায়ী সাহায্য করার জন্য তিনি বিনীত ভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, সেভ দ্য টুমরো খুলনা শাখা প্রথম পর্যায়ে সাতক্ষীরা ও খুলনার অসহায় পথশিশুদের মাঝে প্রথম পর্বে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন