ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সরকারি হাসপাতালের সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবায় মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। সহসভাপতি হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা ম্যানেজার ব্র্যাক (এনজিও প্রতিনিধি), সাংবাদিক মান্না দে, বিশিষ্ট গন্যমান্য ব্যক্তি হিসেবে জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক।
এদিকে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় সার্বক্ষনিক ভাবে সময় দিতে পারবেন না। সেক্ষেত্রে তিনি তার অনুপোস্থিতিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশকে সভাপতির দায়িত্ব পালনের দায়িত্বভার অপর্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপেেজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ।
