ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব চত্তরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ফকির, এ্যাডভোকেট হিটলার গোলদার, আমিনুর রশিদ মুক্তি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, আওয়ামী লীগ নেতা ফকির কাওসার আলী, নির্মল কুমার দাস, মো. সাইফুল ইসলাম, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সাবেক যুবলীগ নেতা শেখ হারুন আর রশিদ, জাপা নেতা শেখ আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন প্রেসসক্লাবের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও এতিম শিশুরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী। ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামানসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।