মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের করোনা পজেটিভ হয়েছে। গত ৮আগষ্ট তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার ফলাফলে ১০আগষ্ট পজেটিভ হয়েছে। এরআগে গত ৮আগষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ পজেটিভ হয়েছে।
গত ৬ আগষ্ট তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ৮আগষ্ট পরীক্ষার ফলাফলে তার পজেটিভ হয়। এছাড়াও জেলা পরিষদের প্যানলে চেয়ারম্যান-১ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক তারও করোনা পজেটিভ হয়েছে। এপর্যন্ত ফকিরহাটে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৯জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১০জন। মোট সুস্থ হয়েছেন এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩১জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এদিকে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর নির্দেশও পরামর্শে ১১আগষ্ট ভোরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।