হোম আইন-আদালত প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ২১ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ২১ বছরের কারাদণ্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজধানীর পূর্বাচলের প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় গৃহায়ন ও গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন। একই আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মামলায় সাত বছর করে, মোট ২১ বছরের কারাদণ্ড দেন। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই মামলায় মোট ২৩ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে একজন মোহাম্মদ খুরশীদ আলম গ্রেফতার অবস্থায়। বাকিরা জামিনে আছেন। আদালত ৩১ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৭ নভেম্বর।

বিচারকাজ চলাকালে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের মধ্যে রাজউকের কর্মকর্তা ও সাবেক সচিবসহ আরও ১৯ জন রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন