হোম জাতীয় প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা

জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জে প্রেমিককে ভিডিওকলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে এক তরুণী। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার (১৮)। সে দাসকান্দি গ্রামের মৃত কুরবান আলীর মেয়ে।

সুমাইয়ার বোন সালমা আক্তার জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া গ্রামের কেসমত আলীর ছেলে মো. সুমন হোসেনের (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে উভয়পক্ষই সুমাইয়া এবং সুমনের বিয়েতে রাজি থাকলেও ছেলের বাবা মো. কেসমত আলী যৌতুক দাবি করেন অথবা সুমনকে আগামী এক বছরের মধ্যে বিদেশে পাঠানোর খরচ দেয়ার শর্ত দেয়।

সালমা আক্তার আরও জানান, সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাইয়াদের বাড়িতে এসে সুমাইয়া ও তার ভাই-বোনদের সঙ্গে কথা বলেন এবং বাবার কথায় রাজি হতে বলেন বলে সুমাইয়ার বোন দাবি করেন। এর পর রাত ১টার দিকে মো. সুমন হোসেন সুমাইয়ার বোন সালমা আক্তারের মোবাইল ফোনে সুমাইয়া গলায় ফাঁসের কথা জানান বলেও দাবি তার।

তার দাবি, মৃত্যুর সময় সুমাইয়ার কানে হেডফোন ছিল। সুমাইয়া সুমনকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন