জাতীয় ডেস্ক:
নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সারাদেশে বিভিন্ন প্রার্থীদের শোকজ করা ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, আজ থেকে আপিল শুরু হয়েছে। যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর আমরা কমিশন বসে আবেদনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিবো।
জানা গেছে, প্রথম দিনে বিকল্প ধারার যুগ মহাসচিব মাহী বি চৌধুরী সহ মনোনয়ন বাতিল হওয়া ৪৩ জন আপিল করেছেন।
আগারগাঁও অবস্থিত নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে।