হোম আন্তর্জাতিক প্রাণপণে লড়েও হেরে গেলেন পিটিআই নেত্রী রেহানা

প্রাণপণে লড়েও হেরে গেলেন পিটিআই নেত্রী রেহানা

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রাণপণে লড়েও হেরে গেলেন পিটিআই সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী রেহানা দার। পাঞ্জাবে প্রদেশের শিয়ালকোটের ন্যাশনাল অ্যাসেম্বলির ৭১ নম্বর আসনে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) রাজনীতিক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কাছে অল্প ব্যবধানে হেরে গেছেন তিনি। খবর জিও নিউজের।

পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) তথ্য অনুযায়ী, এই আসনে ১ লাখ ১৮ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন খাজা আসিফ। অন্যদিকে ১ রেহানা দার পেয়েছেন লাখ ২৭২ ভোট।

এই নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী ছিলেন রেহানা ইমতিয়াজ দার। রেহানার বয়স এখন ৭০-এর কোঠায়। একজন নারী হয়ে এই বয়সে তার প্রার্থী হওয়া অনেকটা অপ্রত্যাশিতই ছিল।

রেহানা দারের ছেলে ওসমান দার ছিলেন পিটিআই’র অন্যতম নেতা। কিন্তু পিটিআই’র পতনের পর সম্প্রতি ‘অদৃশ্য চাপে’ দলের আরও অনেক নেতার মতোই সরে দাঁড়ান ওসমানও। এবার নির্বাচনেও অংশ নেননি তিনি। ছেলের অবর্তমানে প্রার্থী হন মা রেহানা।

ভয়ে পিটিআই’র অনেক ‘স্বতন্ত্র’ প্রার্থী গা ঢাকা দিলেও বা রাজনীতি থেকে বিদায় নিলেও নির্ভিক চিত্তে লড়াই চালিয়ে গেছেন সত্তরোর্ধ এই নারী রাজনীতিক। শিয়ালকোটের রাস্তায় প্রকাশ্যেই প্রচারণায় অংশ নিচ্ছেন। পাড়া, মহল্লার গলি রাস্তা থেকে শুরু করে শহরের মহাসড়কের দেয়ালে দেয়ালে সাটা হয় নির্বাচনী পোস্টার।

রেহানা বহু বছর ধরেই রাজনীতির সঙ্গে জড়িত। সেই সুবাদে তার পরিচিতিও বেশ। এই ব্যাপারটার পাশাপাশি ইমরান খান ও তার দল পিটিআই’র প্রতি ভালোবাসা তাকে প্রার্থী হতে আত্মবিশ্বাস যুগিয়েছে।

প্রচারণাকালে বিবিসিকে এক সাক্ষাৎকারে রেহানা বলেন, ‘আমি ইমরান খানের সঙ্গে আছি এবং ইমরান খানের সঙ্গেই থাকব। যদি আমাকে জনসমক্ষে একাও ছেড়ে দেয়া হয়, তবুও আমি ইমরান খানের পতাকা নিয়ে রাস্তায় নামব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন