সংকল্প ডেস্ক :
আজ ১০ ভাদ্র দৈনিক ইনকিলাবের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস ডট নেটের সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল ওয়াজেদ কচির ৭২তম জন্মবার্ষিকী।
সাংবাদিক কচি বাংলা ১৩৫৮ সনের ১০ ভাদ্র নড়াইল জেলার কামালপ্রতাপ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সাল থেকে সুনামের সাথে একাধিক পত্রিকায় কাজ করেছেন।
বর্তমানে দৈনিক ইনকিলাবের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত শেখ আবদুল ওয়াজেদ কচি দ্য এডিটরস ডট নেট নামের একটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল সম্পাদনা করছেন।
১৯৭১ সালে ভারত থেকে লিডারশীপ ট্রেনিং নিয়ে তিনি ৮নং সেক্টরের নড়াইল জেলার কালিয়া উপজেলায় মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭৮ সাল থেকে সাতক্ষীরা পৌর এলাকার রাজার বাগানে স্থায়ীভাবে বসবাসরত সাংবাদিক কচি তিন পুত্র সন্তানের জনক। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
