হোম অন্যান্যসারাদেশ প্রবাসে থেকেও ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছেন কামাল বিশ্বাস

প্রবাসে থেকেও ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছেন কামাল বিশ্বাস

কর্তৃক
০ মন্তব্য 79 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

পাটকেলঘাটার জার্মান প্রবাসী কামাল বিশ্বাসের করোনা মোকাবেলায় ত্রান তৎপরতা জেলার বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করেছে।হতদরিদ্র, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক করোনা যুদ্ধের অগ্রনী যোদ্ধারা।খোঁজ খবর নিয়ে জানা গেছে,মহামারী করোনা ভাইরাসের করালগ্রাসে সাধারন মানুষ যখন ভিত সন্ত্রস্ত ও ক্ষুধার্ত। ঠিক সে সময় দেশের মানুষের জন্য জার্মানে থেকে আরও কিছু হৃদয়বান প্রবাসীদের প্রচেষ্টায় দেশে সেচ্ছাসেবকদের দিয়ে নগদ ও খাদ্য সামগ্রী বিতারণ করছেন।গত ২ সপ্তাহ যাবদ এ কার্যক্রম অব্যাহত রয়েছে।নিজের ফেসবুক পেজে প্রতিদিন প্রকৃত সহায়াতা প্রাপ্যদারদের খোঁজে এলাকার বিভিন্ন মানুষের সহযোগীতা নিয়ে খাদ্য সামগ্রী প্রদান করছেন।ইতিমধ্য তালা উপজেলা সহ সাতক্ষীরা সদর,কালিগঞ্জ উপজেলায় খাদ্য সহায়াতা দেওয়া হয়েছে।যা আগামীতে আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মানবতার দেবদূত কামাল বিশ্বাস।তিনি আরও জানিয়েছেন দেশের মানুষের জন্য হৃদয়ে রক্তক্ষরণ। কোন নেতা বা জনপ্রতিনিধি হতে চায় না,মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি।এ বিষয়ে স্বেচ্ছাসেবক টিম এর প্রধান একইদেশের প্রবাসী জানিয়েছন এ পর্যন্ত ৩০০ পরিবার কে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।তবে আজ পাটকেলঘাটার জুজখোলা গ্রামের মৃত পবন মোড়ল এর স্ত্রী সুকজান বিবি (৮০) কে খাদ্য দিতে গিয়ে কেঁদে ফেলেছি।কেননা এ বয়সে অন্যের বাড়িতে কাজ করে জীবন বাঁচাতে হয়।৩ ছেলের মধ্যে একজন মারা গেছেন।২ ছেলে মাকে দেখেননা। মা সুকজান শ্বাসকষ্টেরর রোগী।এ অবস্থায় অন্যের বাড়ির কাজ বন্ধ।নিজেকে চুলা চালিয়ে খেতে হয়।সত্যই এ কষ্ট সইতে পারছিনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন