হোম অন্যান্যলিড নিউজ প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

কর্তৃক
০ মন্তব্য 118 ভিউজ

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস প্রতিরোধে মাগুরায় প্রবাসীদের বাড়ির সামনে শনিবার লাল পতাকা উত্তোলন করা হয়েছে। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে থাকলে সদর উপজেলার জগদল ইউপির চেয়ারম্যান তাদের পরিবারের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

এছাড়া জগদল ইউপিতে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পরিবারের জন্য জগদল ইউপির চেয়ারম্যান পুরস্কার ঘোষণা করেছেন। মাগুরায় বিদেশ ফেরত ১৪৪জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

জগদল ইউপির চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, জগদল ইউপিতে বিদেশ থেকে আসা ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে জনগণকে সর্তক করতে। এছাড়া জগদল ইউপিতে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পুরস্কার দেয়া হবে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জগদল ইউপিতে ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানানো হয়েছে। মাদারীপুর থেকে আসা একটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে তারা বাড়িতে ১৪দিন থাকার জন্য অনুরোধ করেছেন।

মাগুরার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ইতালী, বাহারাইন, সিঙ্গাপুর, তুরস্ক, সৌদী আরবসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ১৪৪জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদের প্রত্যেকের বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের শরীরে এখনও কোন জ্বর, সর্দি কাশির লক্ষণ পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন