নিজস্ব প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) আয়োজনে জনশক্তি ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে টিটিসি’র ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করেন টিটিসিতে প্রশিক্ষণরত এসইআইপি একাদশ, কোরিয়ান ভাষা প্রশিক্ষণ একাদশ, দেশ-বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণ একাদশ ও মোটর ড্রাইভিং একাদশ। খেলায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ একাদশকে হারিয়ে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, আনারুল ইসলাম, আনিসুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
খেলা পরিচালনা করেন তৌহিদুল আলম শেখ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দল কে পুরস্কৃত করা হয়।
